মোবাইলের সিমকার্ড নিয়ে ঝগড়া, অভিমানে প্রাণ দিলেন গৃহবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৮ মার্চ ২০২২
সানজিদার স্বজনদের আহাজারি

লক্ষ্মীপুরে মোবাইল ফোনের সিমকার্ড নিয়ে ঝগড়ার পর স্বামীর সঙ্গে অভিমান করে সানজিদা সুলতানা (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকার মাস্টার কলোনির রোজ ভিলা (ভাড়া বাসা) থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সানজিদা সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী রাজন হোসেনের স্ত্রী। তাদের সংসারে ৪ বছরে একটি ছেলে রয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, দুপুরে মোবাইল ফোনের একটি সিমকার্ড নিয়ে রাজন ও তার স্ত্রী সানজিদার মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলেকে নিয়ে রাজন বাসা থেকে বের হয়ে যান। এরপর তারা বাসায় ফেরেনি। বাসায় সানজিদার মা আসমা বেগম ও ছোট বোন ছিলেন।

এশার সময় মা-বোনকে নামাজের কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করে দেন সানজিদা। কিছু সময় অতিবাহিত হলেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে জানালা দিয়ে সানজিদার ঝুলন্ত মরদেহ দেখা যায়৷ ছেলে নিয়ে স্বামীর বাড়িতে না ফেরার অভিমানে সানজিদা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সানজিদার মা আসমা বেগম বলেন, মোবাইল সিমকার্ড নিয়ে ঝগড়ার পর ছেলেকে নিয়ে ঘোরার জন্য রাজন বাসা থেকে বের হয়। রাত বাড়তে থাকলেও তারা ফিরে আসেনি। পরে সানজিদা নিজের ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ বলেন, পারিবারিক কলহে গৃহবধূ আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

কাজল কায়েস/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।