যমুনায় নিখোঁজ এক ছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৮ মার্চ ২০২২
সনজিৎ কর্মকার

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই ছাত্রের মধ্যে সনজিৎ কর্মকার (১৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। তবে এখনো নিখোঁজ রয়েছে সকাল (১৫) নামের আরেক স্কুলছাত্র।

শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে রাজশাহীর ডুবুরি দল যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

মৃত সনজিৎ কর্মকার পৌর এলাকার গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে। সে জাহানারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

jagonews24

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতাউর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দোল উৎসবে আবির খেলা শেষে চার কিশোর যমুনা নদীতে গোসল করতে যায়। দুজন নদী থেকে উঠে এলেও নিখোঁজ হয় সকাল ও সনজিৎ কর্মকার। এরমধ্যে সনজিতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ সকালকে উদ্ধারের চেষ্টা চলছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।