পাতা কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণ, দুই ভাই আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৮ মার্চ ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে স্টেডিয়াম রোড সংলগ্ন একটি আমবাগানে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- শিবগঞ্জ পৌরসভার চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে রিমন (১১) ও তার ছোট ভাই ইকবাল (৭)।

আহতদের মা শিউলি বেগম বলেন, দুপুরের খাবার খেয়ে রিমন ও ইকবাল শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন আমবাগানে গাছের পাতা ও ডালপালা কুড়াতে গিয়েছিল। এসময় রিমন একটি পরিত্যক্ত ককটেল দেখে না বুঝেই পা দিয়ে সরানোর চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়। এতে রিমনের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরও বলেন, এসময় আমার ছোট ছেলে ইকবালও আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে ভর্তি করতে হয়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সোহান মাহমুদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।