ভৈরবে পুলিশ মারধরের ঘটনায় গ্রেফতার আরও ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৯ মার্চ ২০২২
পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার তিন আসামি

ভৈরবে পুলিশকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) গভীর রাতে নরসিংদীর বেলাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মামলাটিতে এর আগে আরও আটজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি রাসেল (২৬), সজীব (২৪) ও মামুন (৩১)। এর মধ্যে রাসেলের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার দেওয়ানের চর গ্রামে। তিনি ভৈরবে ভাড়া বাসায় থাকেন। সজীবের বাড়ি ভৈরব শহরের ভৈরবপুর এলাকায় এবং মামুন পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা।

গত বছরের ১২ ডিসেম্বর রাতে ভৈরব শহরের ঘোড়াকান্দা এলাকায় গ্রেফতারি পরোয়ানার এক আসামিকে ধরতে যায় পুলিশ। এসময় রাসেলসহ একদল মাদক ব্যবসায়ী আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। এসময় তাদের ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিমসহ দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনার দিনই তারা পালিয়ে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বেলাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

ভৈরব শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শ্যামল মিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টায় তিন আসামিকে গ্রেফতার করা হয়। আসামিরা ঘটনার দিন দুই পুলিশকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। এ নিয়ে মামলার মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হলো।

নতুন গ্রেফতারদের শনিবার (১৯ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।