নেত্রকোনায় সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৯ মার্চ ২০২২
ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা তার নেত্রকোনার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টায় জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামে প্রথম জানাজা হয়।

সাহাবুদ্দীন আহমদের ভাতিজা সোহরাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে সাহাবুদ্দীন আহমদের মরদেহ কেন্দুয়া হেলিপ্যাড মাঠে আনা হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে মরদেহ নিজ গ্রামে নেওয়া হয়। বিকেল ৪টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আবারও মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হবে।

এর আগে আজ সকাল ১০টা ২৫ মিনিটে সাহাবুদ্দীন আহমদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

এইচ এম কামাল/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।