বরই বাগানে পাতা জালে ২ শতাধিক পাখির মৃত্যু!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:৪০ এএম, ২০ মার্চ ২০২২
জালে আটকা পড়ে মারা যাওয়া পাখি

 

নীলফামারী সদর উপজেলায় বরই বাগানে পাতা জালে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক পাখির মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়ার হাফিজুল ইসলামের বরই বাগানে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। এ সময় কয়েকটি মৃত পাখি উদ্ধার করে তারা। একইসঙ্গে বাগানে পাতা জাল জব্দ করে।

স্থানীয়রা জানান, বরই বাগানটির মালিক ডাঙ্গাপাড়ার হাফিজুল ইসলাম। পরে তিনি লালচান নামে এক ব্যক্তির কাছে বাৎসরিক চুক্তিতে বাগানটি ভাড়া দেন। লালচান পাখির হাত থেকে বরই রক্ষার জন্য সুতার বিশেষ ধরনের জাল দিয়ে বাগানটি ঘিরে দেন। এতে গত এক সপ্তাহে প্রায় দুই শতাধিক পাখি আটকা পড়ে মারা যায়।

পাখি ও পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করা সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের সভাপতি মো. আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, সংগঠনের এক সদস্যের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানালে তারা কয়েকটি মৃত পাখি উদ্ধার করে। একই সঙ্গে জব্দ করা হয় বাগানে পাতা জাল।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী অঞ্চলের পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জাগো নিউজকে বলেন, আমাদের আসার খবর পেয়ে অভিযুক্ত লালচান গা ঢাকা দিয়েছেন। পাখি নিধনের অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।