কম দামে টিসিবির পণ্য কিনতে উপচেপড়া ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২০ মার্চ ২০২২
টিসিবির পণ্য বিক্রির প্রথম দিনেই উপকারভোগীদের উপচেপড়া ভিড়

নীলফামারীতে কম দামে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। জেলার কার্ডধারী নিম্নআয়ের এক লাখ ৫৬ হাজার ৪৭১ পরিবার এ পণ্য পাবে। তবে পণ্য বিক্রির প্রথম দিনেই উপকারভোগীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

রোববার (২০ মার্চ) সকালে জেলা সদর উপজেলার রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কার্ডধারীদের হাতে পণ্য তুলে দিয়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন।

jagonews24

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ছাদেক আহমেদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার প্রমুখ।

টিসিবির পণ্য নিতে আসা তফিজুল ও বাবলু জাগো নিউজকে বলেন, ‘যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তাতে আমাদের মতো মানুষ চরম কষ্টের মধ্যে দিন পার করছে। এখন সরকার যে উদ্যোগ নিয়েছে তা একটি ভালো কাজ। রমজানের আগে কম দামে তেল, চিনি, ডাল কিনতে পেরে অনেকটাই চাপমুক্ত।’

jagonews24

ডোমার ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য নিতে এসেছিলেন রুমি বেগম। রোদে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে শরীরটা কিছুটা দুর্বল হলেও পণ্য হাতে পেয়ে কিছুটা ভালো লাগছে বলে জানান তিনি।

আলমগীর হোসেন নামের একজন কার্ডধারী বলেন, ‘এভাবে যদি নিয়মিত কম দামে পণ্য দেওয়া হয় তাহলে আমাদের মতো গরিব মানুষ খেয়ে বেঁচে থাকতে পারবে।’

jagonews24

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ছয় উপজেলা ও চার পৌরসভায় নিম্নআয়ের ১ লাখ ৫৬ হাজার ৪৭১টি ফ্যামিলি কার্ডধারী পরিবার ন্যায্যমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে।

প্রতিকার্ডধারী পরিবার রমজানের আগ পর্যন্ত ৪৬০ টাকা প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। রমজান মাসে ৫৬০ টাকার প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি ছোলা কেনা যাবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।