নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে: কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২০ মার্চ ২০২২
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে নিত্যপণ্যের সামান্য মূল্যবৃদ্ধিকে অতিরঞ্জিত করে দেশে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে। প্রতিবাদের নাম করে আন্দোলন-কর্মসূচি দিয়ে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। দ্রব্যমূল্যের দাম কিছুটা বাড়লেও দেশে খাদ্যদ্রব্যের কোনো হাহাকার নেই, সংকট নেই।

রোববার (২০ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী খাদ্যশস্যের উৎপাদন ও সরবরাহ বিঘ্নিত হয়েছে।

অন্যদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব খাদ্যশস্যের দামের ওপর পড়েছে। ফলে সম্প্রতি দেশে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। কিন্তু নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ও মানুষের কষ্ট লাঘব করতে সরকার চেষ্টা করছে।

নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে: কৃষিমন্ত্রী

নিম্নআয়ের খেটেখাওয়া গরিব মানুষের কষ্ট লাঘব করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকিতে কম মূল্যে দেশের এক কোটি পরিবারকে নিত্যপণ্য দেওয়ার ব্যবস্থা করেছেন বলেও উল্লেখ করেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মানুষকে ভালোবাসেন ও সবসময় মানুষের মাঝে থাকতে চান। সেজন্যই তিনি কম মূল্যে নিত্যপণ্যের ব্যবস্থা করে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এতে দরিদ্র মানুষ উপকৃত হবে। তাদের কষ্ট অনেকটা লাঘব হবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক এমপি মিসেস মনোয়ারা খাতুন। উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন। প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।

আরিফ উর রহমান টগর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।