টাঙ্গাইল মহিলা আ’লীগের সভাপতি নাসিমা, সম্পাদক রুনু
নাসিমা বাসেতকে সভাপতি ও ফেরদৌসি আক্তার রুনুকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এর আগে রোবাবার ত্রি-বার্ষিক সম্মেলন শেষে রাতে নতুন কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।
সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস