উপহারের বক্সে কাফনের কাপড়, ইমামকে হত্যার হুমকি!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৫৪ এএম, ২৪ মার্চ ২০২২
টাঙ্গাইলে ইমামকে হত্যার হুমকি

টাঙ্গাইলের কালিহাতীতে উপহার বক্সে কাফনের কাপড় পাঠিয়ে এক মসজিদের ইমামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার (২৩ মার্চ) উপজেলার নারান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদরাসার সুপার মো. ওসমান গণি (৫৮)। তিনি মধুপুর উপজেলার মেহাবী গ্রামের মরহুম আব্দুল কাদেরের ছেলে।

বুধবার (২৩ মার্চ) রাতে মো. ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত শনিবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি মাদরাসার এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহারের বক্স রেখে যান। পরে বক্সটি খুলে ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পাওয়া যায়।

ভুক্তভোগী ওসমান গণি বলেন, বক্সটি খুলে দেখার পর এ বিষয়ে আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করেছি। এরপর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরিফ উর রহমান টগর/ইএ

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।