চাঁপাইনবাবগঞ্জে গ্যাস সিলিন্ডারের দুই ব্যবসায়ীকে জরিমানা
অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
চাঁপাইনবাবগঞ্জে দুই এলপি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে গুদামে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে তাদের এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম বলেন, শহরের শিবতলা এলাকায় গুদামে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে মেসার্স লুনা ট্রেডার্সকে ১৫ হাজার টাকা ও অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগে মেসার্স জাহিদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম