চোখে-মুখে মরিচের গুঁড়া দিয়ে গৃহবধূকে মারধর, ৯৯৯ নম্বরে কলে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৫ মার্চ ২০২২
আহত গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ

লক্ষ্মীপুরে শাশুড়িতে আপেল খেতে না দেওয়ার অজুহাতে নুপুর আক্তার (২৭) নামের এক গৃহবধূর চোখে-মুখে মরিচের গুঁড়া মেরে আহত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার রাজীবপুর গ্রামের বশির উল্লাহর বাড়িতে (শ্বশুর বাড়ি) এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাত বছর আগে ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশাচালক সুজনের আবিরনগর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে নুপুরের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-শাশুড়ি প্রায় তাকে মারধর করেন। বৃহস্পতিবার রাতে শাশুড়ি শুকরি বেগম আপেল না দেওয়ার অভিযোগ এনে নুপুরকে গালমন্দ করেন। এতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাশুড়ি নুপুরের চোখে-মুখে মরিচের গুঁড়া মারেন। এসময় তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি মেরে আহত করেন।

পরে বিষয়টি স্বামী সুজনকে জানালে স্ত্রীর কথা বিশ্বাস না করে তিনি রেগে যায়। পরে তিনি নিজেও মারধর করলে নুপুর অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে গৃহবধূর ভাই জহির হোসেন ও ইসমাইল হোসেন উদ্ধার করতে ছুটে যায়। এর আগেই স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করে।

নুপুরের ভাই ইসমাইল হোসেন বলেন, সুজন ও তার মা কারণে-অকারণে আমার বোনের ওপর অমানবিক নির্যাতন চালাতেন। একাধিকবার সালিশি বৈঠক বসে তাদের মারধর করতে নিষেধ করা হয়। এ ঘটনার ঘটনার পর থেকে স্বামী-শাশুড়ি পলাতক।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।