ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে স্টার লাইনের বাস খাদে, আহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে তিন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মহাসড়কের লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনীর মহিপাল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল স্টার লাইন পরিবহনের একটি বাস। লেমুয়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকার লোকজন জড়ো হয়ে যাত্রীদের উদ্ধার করেন। এ ঘটনায় তিন যাত্রী আহত হয়েছেন।
যাত্রীদের ভাষ্যমতে, বাসে যান্ত্রিক ক্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে পড়ে যাওয়া গর্তে পানি কম থাকায় তারা বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ মো. আবদুস সামাদ জাগো নিউজকে জানান, আহতরা স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটির উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
নুর উল্লাহ কায়সার/এসআর/জেআইএম