বীর মুক্তিযোদ্ধারা স্বপ্ন হোটেলে খেলেই পাবেন ৫০ শতাংশ ছাড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:০৯ পিএম, ২৬ মার্চ ২০২২

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুরে প্রতিষ্ঠিত স্বপ্ন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে।

২৬ মার্চ দুপুর থেকে সারারাত ২৮০ টাকার প্যাকেজের খাবার খেলেই ৫০ শতাংশ ছাড়ে ১৪০ টাকা বিল পরিশোধ করতে হবে বলে নিশ্চিত করেছে হোটেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বীর মুক্তিযোদ্ধারা এ হোটেলে খাবার খেলেই ৫০ শতাংশ ছাড় পাবেন।

বীর মুক্তিযোদ্ধারা স্বপ্ন হোটেলে খেলেই পাবেন ৫০ শতাংশ ছাড়

হোটেলটির প্রতিষ্ঠাতা এম এ রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদদের রুহের মাগফিরাত কামনায় তিনি এ উদ্যোগ নিয়েছেন।

এম এ রাজ্জাক ইছাপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। ব্যবসার পাশাপাশি তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

বীর মুক্তিযোদ্ধারা স্বপ্ন হোটেলে খেলেই পাবেন ৫০ শতাংশ ছাড়

স্থানীয় সূত্র জানায়, প্রতিষ্ঠার শুরু থেকেই অসহায়, গরিব ও প্রতিবন্ধীদের হোটেলটিতে ফ্রি খাওয়ানো হয়। অসহায় ও প্রতিবন্ধী মানুষদের টাকা ছাড়াই খাবার খাওয়ানো এবং জাতীয় দিবসগুলোতে ৫০ শতাংশের টাকা ছাড়ের ঘোষণায় খুশি স্থানীয়রা।

হোটেল ম্যানেজার নাসির শেখ জাগো নিউজকে বলেন, ‘কতজন গরিব-দুঃখীকে খাওয়ানো হয়েছে শুধু এ হিসাবটাই নেন আমাদের পরিচালক। এছাড়া অন্য কোনো হিসাব তিনি চান না। উনার একটাই কথা—সব সময় হোটেলে আসা গরিব, দুঃখী, অসহায়, পাগল, প্রতিবন্ধীদের খাওয়াবেন।’

বীর মুক্তিযোদ্ধারা স্বপ্ন হোটেলে খেলেই পাবেন ৫০ শতাংশ ছাড়

কালিহাতীর বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ বলেন, ‘স্বাধীনতা দিবসের দিন থেকে সারাবছর বীর মুক্তিযোদ্ধাদের খাবারের বিল অর্ধেক টাকা নেবেন, এমন ঘোষণায় আমি সত্যিই মুগ্ধ হয়েছি। তিনি কতটুকু দেশপ্রেমিক ব্যবসায়ী এমন ছাড় দিয়েই তা স্পষ্ট করেছেন।’

বীর মুক্তিযোদ্ধারা স্বপ্ন হোটেলে খেলেই পাবেন ৫০ শতাংশ ছাড়

এ বিষয়ে স্বপ্ন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশের জন্য জীবন উৎস্বর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় বরাবরের মতো স্বাধীনতা দিবসেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। আজ দুপুর থেকে সারারাত যেকোনো বয়সের লোকজন নিদিষ্ট খাবারে ৫০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া আজ থেকে বীর মুক্তিযোদ্ধারা আমার হোটেলে সারাবছর অর্ধেক দামে খাবার খেতে পারবেন। তাদের জন্য নির্দিষ্ট কোনো খাবারের কথা বলা হয়নি। তারা যেকোনো খাবারের দাম অর্ধেক টাকায় পরিশোধ করতে পারবেন।’

আরিফ উর রহমান টগর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।