শিবগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১
বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার (২৬ মার্চ) রাত সোয়া ১১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে উপজেলার মোকামতলা মাটিরঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত বাসের নিচে চাপা পড়ে মারা যাওয়া আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, রুপা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে যাত্রী নিয়ে গাইবান্ধা থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। পথে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে মহাসড়কের ডান পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটি খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও প্রায় ২০ জন আহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, বাসটি আমাদের হেফাজতে রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এফএ/এমএস