মাটিতে পুঁতে যুবককে হত্যাচেষ্টা, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৭ মার্চ ২০২২
মাটিতে পুঁতে নূর ইসলামকে হত্যাচেষ্টা প্রতিপক্ষের

শেরপুরের নালিতাবাড়ীতে নূর ইসলাম (৪০) নামের এক যুবকের হাত বেঁধে বুক পর্যন্ত মাটিতে পুঁতে হত্যাচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) ভুক্তভোগী যুবকের স্ত্রী সেলিনা বেগম নালিতাবাড়ী থানায় সাতজনের নামে মামলা দিলে রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- আলিম উদ্দিন, তার স্ত্রী মনিরা বেগম ও ছেলে মুক্তার হোসেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের দক্ষিণ তন্তর গ্রামের নূর ইসলামের সঙ্গে তার চাচা আলিম উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে কয়েকবার সালিশ করেও কোনো সমাধান হয়নি।

শনিবার দুপুরে আলিম তার স্ত্রী-ছেলেকে নিয়ে নূর ইসলামের বাড়িতে যান। উঠানে গর্ত খুঁড়ে দুপুর আড়াইটার দিকে তার হাত বেঁধে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রাখেন । এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাকে উদ্ধারের সময় তার মেয়ের জামাতা আহত হন।

ভুক্তভোগী নূর ইসলাম জানান, জমি নিয়ে চাচার সঙ্গে বিরোধ ছিল। এ জন্য আমাকে মেরে ফেলতে বাড়িতে হামলা চালায়। মাটিতে পুঁতে হত্যার চেষ্টা করে। আমি চিৎকার করলেও প্রতিবেশীরা এগিয়ে আসেননি। পরে পুলিশ আমাকে উদ্ধার করেছে।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।