স্কুলছাত্রী ধর্ষণে যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৭ মার্চ ২০২২
প্রতীকী ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে মো. বিপ্লব হোসেন (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৭ মার্চ) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রামেন্দ্রনাথ বর্মন জানান, ২০০৯ সালের ২ নভেম্বর বাসায় একা পেয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন মো. বিপ্লব। স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা করে। প্রায় ১২ বছর পর মামলার সাক্ষগ্রহণ ও যুক্তিতর্ক বিপ্লবকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

মো. আব্দুল্লাহ আল মামুন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।