টিকা কেন্দ্রে ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৯ মার্চ ২০২২
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ছুরিকাঘাতে আহত রানা হোসেন

করোনার টিকা নিতে এসে বখাটেদের ছুরিকাঘাতে রানা হোসেন (১৭) নামের এক কলেজছাত্র আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের সিফাতুল্লাহ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

রানা হোসেন উপজেলার চরতারাপুর গ্রামের খলিল মোল্লার ছেলে। তিনি পাবনা শহরের একটি বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথমবর্ষের ছাত্র।

পুলিশ ও আহত রানা হোসেন জানায়, করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের সিফাতুল্লাহ বিশ্বাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান। এসময় রানা হোসেনের সঙ্গে সিরিয়াল নিয়ে হেমায়েতপুর এলাকার কয়েকজন কিশোরের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা হাতাহাতি শুরু করেন। এসময় রানাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় বেশ কিছু সময় টিকাদান বন্ধ ছিল। পরে রানাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।