টাঙ্গাইলে বিপুল পরিমাণ গজারি গাছের গুঁড়িসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ৩০ মার্চ ২০২২
জব্দকৃত গজারি গাছের গুঁড়ি বনবিভাগে নেওয়া হয়েছে

টাঙ্গাইলে গজারি গাছের গুঁড়ি দুটি ট্রাকসহ দুজনকে আটক করেছে বন বিভাগ। বুধবার (৩০ মার্চ) ভোরে সাগরদিঘী-হাটুভাঙ্গা গোড়াই সড়কের বোয়ালী ও কামালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঘাটাইলের সাগরদিঘী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ট্রাকচালক সেলিম ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আনুহাতি গ্রামের সিদ্দিকের ছেলে হেলপার জুলহাস।

টাঙ্গাইল সদর উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলী জানান, রাত ৩টার দিকে মির্জাপুর-কামালপুর সড়কের উয়ার্সী এলাকায় গজারি গাছের গুঁড়িভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৫-৪৯২৭) থামাতে বললে চালক দ্রুত গতিতে চলে যায়। পরে ওই ট্রাকের পিছু নিলে কামালপুর এলাকায় রাস্তার ওপর ট্রাকটি রেখে চালক-হেলপার পালিয়ে যান। পরে ওই ট্রাক থেকে ২১০ পিস গজারি গাছের গুঁড়ি জব্দ করা হয়।

অপরদিকে ভোর ৬টায় বোয়ালী এলাকায় আরেকটি ট্রাককে (ঢাকা মেট্রো ট-২০-৮২৬৬) থামানোর সংকেত দেওয়া হয়। ট্রাকটি না থামিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে ট্রাকে থাকা ৬৫ টুকরা গজারি গাছের গুঁড়ি জব্দ করা হয়। কোনো কাগজপত্র না থাকায় চালক-হেলপারকে আটক করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।