বেশি দামে সয়াবিন তেল বিক্রি, ৫ ব্যবসায়ীর জরিমানা
কুড়িগ্রামের চিলমারীতে বেশি দামে সয়াবিন তেল বিক্রিসহ বিভিন্ন অভিযোগে পাঁচ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ মার্চ) দুপুরে জেলার চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, মূল্য তালিকা প্রদর্শন না করায় নতুন জোড়গাছ বাজারের নজির অ্যান্ড সন্সকে পাঁচ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে মোনারুলের মাংসের দোকানকে এক হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ মোড়কজাত শিশুখাদ্য বিক্রির অপরাধে বাবলু মুড়িকে দুই হাজার টাকা, অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স মা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় সাদেক অ্যান্ড সন্সকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় চিলমারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আরশাদ আলী, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মাসুদ রানা/আরএইচ/এএসএম