কুড়িগ্রামে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ৩১ মার্চ ২০২২
বৃষ্টিতে ছাতা নিয়ে কর্মস্থলে যেতে হচ্ছে অনেককে

কুড়িগ্রামে কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে রাজারহাট (আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ) ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন জানান, বুধবার সকাল থেকে সদর, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ীসহ বেশ কয়েকটি উপজেলায় বৃষ্টি হয়েছে।

তিনি বলেন, এতে করে জেলাজুড়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কখনো ঘণ্টাব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকার ফলে ভোগান্তি পড়েছেন মানুষ। বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়ার কারণে শীতের পোশাক পড়ে বাইরে বের হতে হচ্ছে অনেককে।

কুড়িগ্রামে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সবুর হোসেন আরও বলেন, রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কথা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

মাসুদ রানা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।