গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ৩১ মার্চ ২০২২
ফাইল ছবি

গাজীপুরে কাপড় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আবেদা সুলতানা এ রায় ঘোষণা করেন।

মামলায় অপর দুই আসামি ইমরান ও সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুর মহানগরীর চাবাগান এলাকার মঙ্গল আলীর ছেলে মো. শাহ পরান (১৮), কালিয়াকৈরের বক্তারপুর এলাকার মো. নুরুল আমিনের ছেলে মো. সাজ্জাদ ওরফে বাঘা (১৮) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদরের দত্তপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২২)।

আদালতের অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান জানান, ২০১৬ সালের ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে মো. টুটুলকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরদিন নিহতের বাবা আব্দুল বাতেন বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ২০১৭ সালের ১৮ এপ্রিল পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার বিকালে আদালত ওই তিন আসামিকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।