বিএনপি-জামায়াত যড়যন্ত্রে লিপ্ত: কৃষিমন্ত্রী
দেশ ও সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াত যড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (৩১ মার্চ) মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এদের বিরুদ্ধে শুধু সজাগ থাকলেই চলবে না। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশের কিছু গণমাধ্যম দেশে হাহাকার বিরাজ করছে বলে প্রচার করছে। এছাড়া কিছু রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবি আছে তারা বুদ্ধি বিক্রি করে জীবিকা অর্জন করেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের আমলে একটি লোকও যদি অনাহারে মৃত্যু হয় প্রমাণ দিতে পারলে মন্ত্রীত্ব ছেড়ে দেবো।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
এস এম এরশাদ/আরএইচ/জেআইএম