নর্থ-সাউথ শিক্ষার্থী মীমের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০১ এপ্রিল ২০২২
মাইশা মমতাজ মীমের স্বজনদের আহাজারি

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মীমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় জানাজা শেষে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে কবর দেওয়া হয়।

এর আগে শুক্রবার সকালে রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মীম। এ খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। তার শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা ছুটে আসেন গ্রামের বাড়িতে। বিকেলে মরদেহ মৌচাকে পৌঁছানোর পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

jagonews24

জানা গেছে, মাইশা মমতাজ মীম বাবা-মায়ের বড় মেয়ে। তার বাবা নুর মোহাম্মদ মামুনের প্রতিষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে ভর্তি হন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

মীমের স্কুলশিক্ষক আবুল কালাম বলেন, সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। দুই বোনের মধ্যে মীম বড়। তার ছোট বোন রৌদোসী মমতাজ মৌ উত্তরা রাজউক কলেজে এইচএসসিতে পড়াশোনা করে। ছেলেমেয়েদের লেখাপড়ার কারণে তার বাবা-মা সন্তানদের নিয়ে উত্তরায় বসবাস করেন।

jagonews24

শুক্রবার সকালে উত্তরার বাসা থেকে বের হয়ে স্কুটি নিয়ে গুলশানের দিকে যাচ্ছিলেন মীম। কুড়িল ফ্লাইওভার থেকে নামার পথে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে স্কুটির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।