কুড়িগ্রামে গরু চরাতে গিয়ে কৃষক নিখোঁজ
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর পূর্ব পাড়ে গরু চরাতে গিয়ে নিখোঁজ হয়েছেন আজগার আলী (৬০) নামের এক কৃষক।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে তিনি গরু চরাতে যান। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল অনুসন্ধান চালালেও শুক্রবার (১ এপ্রিল) রাত পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
স্বজন ও স্থানীয়দের আশঙ্কা, গরু নিয়ে ফেরার পথে নদীতে নিখোঁজ কিংবা কোনো অঘটনের শিকার হয়ে থাকতে পারেন আজগার আলী।
আজগারের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নওয়াবশ কদমতলা গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এতথ্য নিশ্চিত করেছেন।
আজগারের প্রতিবেশী কবীর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ধরলার চরে গরু চরাতে যান আজগার আলী। তবে সন্ধ্যার আগে পথ চিনে গরুগুলো বাড়িতে ফিরে এলেও কিন্তু তিনি ফেরেননি। তার স্ত্রী-সন্তানরা উদ্বিগ্ন হয়ে আছেন। তিনি নদীতে পড়ে গেছেন নাকি কেউ তার কোনো ক্ষতি করেছে সেটা নিশ্চিত হতে পারছে না তার পরিবার।
ওসি খান মো. শাহরিয়ার বলেন, আজগার আলীর সঙ্গে আরও দু-তিনজন ছিল বলে শোনা যাচ্ছে। তার স্বজনদের আশঙ্কা বিবেচনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে থানায় নেওয়া হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে চেষ্টা চলছে।
মাসুদ রানা/এসআর/জিকেএস