গরু চরাতে গিয়ে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর পাড়ে গরু চরাতে গিয়ে নিখোঁজ কৃষক আজগার আলীর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ এপ্রিল) দুপুরের দিকে উত্তর নওয়াবশ কদমতলা গ্রাম সংলগ্ন ধরলা নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত আজগার আলী সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ কদমতলা গ্রামের বাসিন্দা।
এরআগে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে গরু চরাতে গিয়ে নিখোঁজ হন ওই কৃষক। সন্ধ্যার দিকে গরুগুলো পথ চিনে বাড়ি ফিরে এলেও তিনি ফেরেননি। পরে তার খোঁজ করা হয়। তবে শুক্রবার (১ এপ্রিল) রাত পর্যন্ত কৃষক আজগার আলীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিহত কৃষকের ছেলে আজিজুল হক বলেন, ‘পথ ধরে গরু বাড়িতে ফিরে এলেও বাবা বাড়ি ফেরেননি। পরে জানতে পারি চরের কিছু লোক বাবাকে সেদিন ডাং মাইর (মারধর) করেছে। আজ নদীতে বাবার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িতে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাসুদ রানা/এসআর/জিকেএস