৩ হাজার লিটার সয়াবিন তেল মজুত, জরিমানা অর্ধলাখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৪ এপ্রিল ২০২২
গোডাউনে মজুত রাখা কার্টন ভর্তি সয়াবিন তেল

বাগেরহাটে ৩ হাজার ৮০ লিটার সয়াবিন তেল মজুত রাখায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে শহরের নাগেরবাজার এলাকায় সিয়াম এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী।

jagonews24

তিনি বলেন, সোমবার দুপুরে শহরের নাগেরবাজার এলাকায় সিয়াম এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৩ হাজার ৮০ লিটার সয়াবিন তেল মজুত রাখার অপরাধে ওই দোকানের মালিক মোকবুল হোসেন খোকনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।