স্কুলছাত্রীর গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, কারাগারে যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৬ এপ্রিল ২০২২
গ্রেফতার শাকিব হোসেন

জয়পুরহাটে গোপনে স্কুলছাত্রীর গোসলের দৃশ্য ভিডিও ধারণ করার অভিযোগে শাকিব হোসেন (২৬) নামের এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) দিনগত রাতে জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৬ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাকিব হোসেন জয়পুরহাট সদর উপজেলার শাহাপুর পশ্চিমপাড়া গ্রামের ফরিদ আহম্মেদের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি শাকিব ভুক্তভোগী স্কুলছাত্রীর নিজ বাড়ির বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে গোসলের দৃশ্য ভিডিও ধারণ করছিলেন। ভিডিও ধারণের সময় স্কুলছাত্রী তা দেখতে পায়। পরে সে চিৎকার দিলে শাকিব পালিয়ে যান। এরপর বিভিন্ন সময়ে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মামলার পরই পুলিশ শাকিব হোসেনকে গ্রেফতার করে।

ওসি আলমগীর জাহান, গ্রেফতারের পর ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাশেদুজ্জামান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।