গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৬ এপ্রিল ২০২২
ফাইল ছবি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে কবির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গরু নিয়ে রেললাইন পার হচ্ছিলেন।

বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কলেজ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির মিয়া একই এলাকার নাদিরুজ্জামানের ছেলে। তিনি নীলফামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত নৈশপ্রহরী ছিলেন।

নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন বলেন, গরু নিয়ে রেললাইন পার হচ্ছিলেন বৃদ্ধ কবির মিয়া। এসময় খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা ট্রেন এসে পড়ে। এসময় গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধ। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে গরুটির কোনো ক্ষতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।