অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ১ লাখ টাকা জরিমানা
দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সেমাই তৈরির অপরাধে চারটি সেমাই কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এ অভিযান চালান। এসময় কারখানায় উৎপাদিত সেমাইগুলো জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় চারটি কারখানায় বিএসটিআই ও পুলিশের সহযোগিতায় তিনি এই অভিযান চালান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে এই রমজান মাসে সেমাই তৈরি করছে এমন অভিযোগের ভিত্তিতে রংপুরের বিএসটিআইয়ের সহযোগিতায় উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় চারটি সেমাই কারখানায় অভিযান চালানো হয়।
কারখানাগুলো অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে এমন অভিযোগের সত্যতা পেয়ে চারটি সেমাই কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
মো. মাহাবুর রহমান/এমআরআর/জিকেএস