২০২৫ সালে আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার আয় হবে: পলক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৯ এপ্রিল ২০২২
দিনাজপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

২০২৫ সালের মধ্যে আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার আয় এবং ৩০ লাখ যুবকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রা মাধবপাড়া ইউনিয়ন পরিষদে আইসিটি বিভাগ বাস্তবায়িত ইনফো সরকার-৩ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ১ লাখ ৯ হাজার ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিকসহ সব প্রতিষ্ঠান ইন্টারনেটের আওতায় আসবে। এসময় ৫ বিলিয়ন ডলার আয় এবং ৩০ লাখ যুবকের কর্মসংস্থান হবে।

তিনি বলেন, শিক্ষিত বেকারদের টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। এজন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মধ্যে দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বাড়াতে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করা হবে। ইনফো সরকার-৩ প্রকল্পের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেটর সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।

পলক আরও বলেন, প্রধানমন্ত্রী যেভাবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন সেভাবে বাংলার মানুষ ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে সারাবিশ্বকে হাতের নাগালে আনবে।

এসময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর-রশীদ হারুন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নুর এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, খট্রা মাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওসার রহমান উপস্থিত ছিলেন।

মো. মাহাবুর রহমান/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।