১২ দিন পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১১ এপ্রিল ২০২২
ভারত থেকে হিলিতে পেঁয়াজ বোঝাই ট্রাকের প্রবেশ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১২দিন পর আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুর দেড়টায় পেঁয়াজ বোঝাই ভারতীয় একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পেঁয়াজ আমদানিকারক নুর আলম বাবু।

তিনি বলেন, টানা ১২ দিন বন্ধ থাকার পর ভারত থেকে আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর আগে সর্বশেষ ২৯ মার্চ এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল। এরপর লোকসানের আশঙ্কায় কোনো পেঁয়াজ আমদানি হয়নি। আমদানি স্বাভাবিক হওয়ায় বাজারে পণ্যটির দামও স্বাভাবিক থাকবে।

মো. মাহাবুর রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।