বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে রাতেও উড়ছে জাতীয় পতাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১২ এপ্রিল ২০২২
রাতেও উড়ছে স্বাস্থ্য কমপ্লেক্সের জাতীয় পতাকা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের সামনের পতাকাটি টানা তিনদিন উত্তোলিত অবস্থায় দেখা যায়। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরকারি বিধি মোতাবেক সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও নিয়ম ভঙ্গ করে গত শনিবার থেকে সোমবার দিনগত রাত পর্যন্ত উত্তোলন রেখেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ

সোমবার (১১ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে সরজমিনে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ চিত্র দেখা গেছে।

jagonews24

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান শুভ্র বলেন, জাতীয় পতাকা অবমাননা করার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে  অস্বীকার করা। সচেতন মানুষ হয়েও যদি তারা জাতীয় পতাকার সম্মান নষ্ট করেন তাহলে নতুন প্রজন্ম কী শিখবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান জানান, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা ওড়ানোর নিয়ম রয়েছে। রাতে হাসপাতালে পতাকা ওড়ার বিষয়টি অবমাননার সামিল। জাতীয় পতাকার সম্মান অক্ষুণ্ণ রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোফাখখারুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি রাতের বেলায় পতাকা উত্তোলন থাকার কথা স্বীকার করন। পতাকাটি স্ট্যান্ডের সঙ্গে আটকে যাওয়ায় সেটা নামানো সম্ভব হচ্ছে না। তাই তিনদিন পতাকা রাতেও উত্তোলন অবস্থায় রয়েছে।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন রামপদ রায় জানান, দপ্তর আমার হলেও এসব বিষয়গুলো স্থানীয় প্রশাসন দেখবে। এখানে আমার বলার মতো কিছু নেই।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।