দুদিন পর হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৬ এপ্রিল ২০২২
ফাইল ছবি

সাপ্তাহিক ও নববর্ষের ছুটি শেষে আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় ভারত থেকে একটি পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন, বৃহস্পতিবার পহেলা বৈশাখ ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। দুই দিন বন্ধের পর শনিবার সকাল থেকে আবারো দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, দুই দিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানি চালুর সঙ্গে সঙ্গে পানামা পোর্ট অভ্যন্তরে ট্রাক থেকে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এছাড়াও আমদানিকারকরা যাতে পণ্যগুলো দ্রুত খালাস করে বাজারজাতকরণ করতে পারে সেজন্য তাদেরকে সবধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

মাহাবুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।