ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের দলের কামড়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:২২ পিএম, ১৭ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাগলা কুকুরের দলের কামড়ে রহিমা খাতুন (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

রহিমা খাতুন উপজেলার ধরমন্ডলের মৃত সাবেদ আলীর মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আশরাফ জাগো নিউজকে জানান, রহিমা খাতুন একজন মানসিক রোগী। সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে পাশের ইউনিয়ন ফান্দাউকের আতোকুড়া গ্রামে যান। সেখানে তাকে ৫-৭টি পাগল কুকুর ধাওয়া করে। কিন্তু তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। পাগলা কুকুরগুলো তাকে কামড়ে ক্ষতবিক্ষত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। সুরতহাল করার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।