ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু
ফাইল ছবি
দিনাজপুরের নবাবগঞ্জে ভটভটির ধাক্কায় মোজাহিদ হোসেন মোসাদ নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার কাচদহ ব্রিজের সামনে আলমনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাহিদ উপজেলার বামননগর কাশিপুর এলাকার মাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শিশু মোজাহিদ তার বাবার সঙ্গে আলমনগর বাজারে রাস্তা পার হচ্ছিল। এ সময় শিশুটি নবাবগঞ্জগামী শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় রাস্তায় পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাহাবুর রহমান/এসআর/জিকেএস