ছাত্রলীগের অভিযানে ১০০ লিটার চোলাই মদ ধ্বংস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৮ এপ্রিল ২০২২
অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার চোলাই মদ মাটিতে ঢেলে দিয়ে নষ্ট করা হয়

সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মাদকমুক্ত অভিযান চালানো হয়েছে। এসময় বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার চোলাই মদ মাটিতে ঢেলে দিয়ে নষ্ট করা হয়।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামের বিভিন্ন পাড়ায় এ অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-মানবসম্পদ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, ছাত্রলীগ নেতা গৌরাঙ্গ বসাক ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী নয়ন সরকার অভিযানে নেতৃত্ব দেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল বলেন, ‘সংগঠনের নেতাকর্মীদের এমন উদ্যোগ প্রশংসনীয়। মাদকমুক্ত অভিযান অব্যাহত থাকবে। উপজেলা ছাত্রলীগ পরিবার তাদের পাশে আছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ বলেন, গ্রামে মাদক ঢোকার অর্থ হচ্ছে তরুণ সমাজের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া। মাদক এখন একটি বড় ব্যবসা। যারা এসব করছে, তাদের আইনের আওতায় আনা উচিত।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।