ফরিদপুরে ১৭৪ বস্তা ওএমএসের চাল-আটা জব্দ
ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১৭৪ বস্তা চাল ও আটা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) বিকেলে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার দিনগত রাত সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি গ্রামের রেজাউল করিমের বাড়ির সামনে এগুলো জব্দ করা হয়।
মামলার আসামিরা হলেন- আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি গ্রামের তারা মিয়ার ছেলে রেজাউল করিম (৪০) ও একই এলাকার ট্রাকচালক মো. রিপন (২৭)।
সংবাদ সম্মেলনে ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে একটি ট্রাক থেকে ৫০ কেজি ওজনের ১০২ বস্তা আটা ও ৭১ বস্তা চাল জব্দ করা হয়। যার বাজার মূল্য দুই লাখ ১৩ হাজার টাকা।
তিনি আরও জানান, অভিযুক্তরা ওএমএসের পণ্য অতিরিক্ত মূল্যে অন্যত্র বিক্রির জন্য মজুত করছে।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস