নড়াইলে সালিশে যুবককে কুপিয়ে হত্যা
নড়াইলে গ্রাম্য সালিশে মো. ইমাম হাসান রাজু (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ এপ্রিল) বিকেলে সদর পৌরসভার ২নং ওয়ার্ডের ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইমাম হাসান রাজু ভাটিয়া গ্রামের হরিপদ বিশ্বাসের ছেলে। তিনি নব্য মুসলিম। ঘাতক জুয়েল রানা একই গ্রামের গোলাম রসুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উভয়পক্ষের মধ্যে গরু নিয়ে ঝগড়া হয়। এ নিয়ে সোমবার বিকেলে গ্রাম্য সালিশের মধ্যে মীমাংসার শেষ পর্যায়ে বাগবিতণ্ডা শুরু হলে জুয়েল রানা দেশীয় অস্ত্র দিয়ে ইমাম হাসান রাজুকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন আছে, পরিস্থিতি এখন শান্ত।
হাফিজুল নিলু/এফএ/জেআইএম