শেরপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫ হাজার হেক্টর জমির ফসল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৯ এপ্রিল ২০২২
ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত

শেরপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে পাঁচ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে জেলার সদর, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা চেয়েছেন কৃষকরা।

স্থানীয়রা জানান, ভোরে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। আর এতে সদর, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বেশ কিছু বোরো ক্ষেতের আধাপাকা ধান পড়ে যায়। শিলাবৃষ্টিতে সদর উপজেলার চরপক্ষীমারী, চরশেরপুর ইউনিয়ন ও শেরপুর পৌরসভার প্রায় ১২০ হেক্টর, ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া ইউনিয়নের প্রায় ২১০ হেক্টর এবং শ্রীবরদী উপজেলার গোসাইপুর, কুড়িকাহনিয়া ও খড়িয়া কাজীর চর ইউনিয়নের প্রায় চার হাজার ৬৫০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে বলেন, মাঠকর্মীদের সহায়তা তালিকা তৈরির মাধ্যমে কৃষি প্রণোদনার বিষয়ে ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।