কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন ভারতীয় ৫ নাগরিক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০১:১৭ পিএম, ২০ এপ্রিল ২০২২

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক। বুধবার (২০এপ্রিল) সকালে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরে যান।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর কর্মকর্তাদের (বিএসএফ) উপস্থিতিতে সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা বদিউজ্জামান ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তা শিপ্রা রায়ের কাছে তাদের হস্তান্তর করেন।

ভারতে যাওয়া নাগরিকরা হলেন, বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের নরেন হাসদার ছেলে ছামিউল হাসদা (৩০), একই এলাকার মন্টুমুর্মুর স্ত্রী শান্তনা মুর্মু (৪৫), দক্ষিণ দিনাজপুরের পশ্চিম আপতুর গ্রামের হোপনার ছেলে লিপলাল হেমরোম (৪২), আসামের কালাইর আলগা গ্রামের শহিদুর রহমানের ছেলে নুর আমিন শেখ (৩৫) এবং মুর্শিদাবাদের সাগরদিঘি থানার চোরদিঘি গ্রামের একরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি (৪৪)।

হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামান জাগো নিউজকে বলেন, ‘তারা বিভিন্ন সময় অবৈধ্যভাবে দেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি সদস্যের হাতে আটক হন। এরপর থেকে তারা দিনাজপুর ও নওগাঁ কারাগারে ছিলেন। বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

মো. মাহাবুর রহমান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।