কলা বিক্রেতা থেকে সাংবাদিক পরিচয়ে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় মোহাম্মদ আলী (৪৫) নামের এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে তাকে আটক করেন স্থানীয়রা। বুধবার (২০ এপ্রিল) বিকেলে তাকে আদালতে পাঠায় পুলিশ।
মোহাম্মদ আলী সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের মৌলভী আলী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও প্রতারণা ও মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
সদর মডেল থানা সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে এক সময় কলা বিক্রি করতেন। পরে মোড়ে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদাবাজি শুরু করে। একপর্যায়ে বিভিন্ন জায়গা থেকে ভুয়া কার্ড সংগ্রহ করে নিজেকে সাংবাদিক পরিচয় দিতে থাকেন।
মঙ্গলবার রাতে শহরের কুমারশীল মোড়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এক অটোরিকশা চালকের কাছে চাঁদা দাবি করেন। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশ সোপর্দ করেন।
ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, তার বিরুদ্ধে মাদক-প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম