শিশু তাসপিয়া হত্যা: র্যাব কার্যালয়ের সামনে স্বজনদের বিক্ষোভ
নোয়াখালীর বেগমগঞ্জে চার বছরের শিশু তাসপিয়া আক্তার জান্নাত হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে নোয়াখালী র্যাব-১১ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় ‘তাসপিয়া হত্যার বিচার চাই’, ‘খুনি রিমনের ফাঁসি চাই’, ‘সব আসামির গ্রেফতার চাই’ বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
তাসপিয়ার বাবা মাওলানা আবু জাহের বলেন, ‘সন্ত্রাসীদের আটক করায় র্যাবকে ধন্যবাদ জানাই। আমি আশা করি তাদের সর্বোচ্চ সাজা হবে। বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
গত ১৪ এপ্রিল নিহত শিশু তাসপিয়ার খুনিদের গ্রেফতারের দাবিতে বেগমগঞ্জ থানার সামনে বিক্ষোভ এবং চৌরাস্তা এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী ও স্বজনরা । এছাড়া জেলা গণঅধিকার পরিষদসহ বেশকিছু সংগঠন খুনিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কর্মসূচি পালন করে।
১৩ এপ্রিল বাবার কোলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারায় শিশু তাসপিয়া। এ ঘটনায় পরদিন ১৪ এপ্রিল তাসপিয়ার খালু হুমায়ুন কবির বেগমগঞ্জ থানায় রিমনসহ ১৭ জনের নামে মামলা করেন। এরই মধ্যে পুলিশ চার আসামিকে ও র্যাব পাঁচ আসামিকে গ্রেফতার করেছে।
ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস