হিলির খুচরা বাজারে চালের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২১ এপ্রিল ২০২২
খুচরা বাজার থেকে চাল কিনছেন নিম্ন আয়ের মানুষ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। এ সুযোগে খুচরা বাজারে কেজিপ্রতি ৭-১০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

সরেজমিনে হিলি বাজারের আড়তগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি চালের আড়তেই পর্যাপ্ত চাল মজুত রয়েছে। খুচরা দোকানে মিনিকেট জাতের চাল সপ্তাহ খানেক আগেও ৫৩-৫৫ টাকায় বিক্রি হয়েছে। সে চাল এখন ৬২ টাকায় বিক্রি হচ্ছে। কাটারি জাতের চাল ৫২-৫৪ টাকা বিক্রি হলেও এখন ৬৪-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণা-৫ জাতের চাল ৪০ টাকা বিক্রি হলেও এখন সেটি ৪২ টাকায় বিক্রি হচ্ছে।

jagonews24

হিলি বাজারের রিকশাচালক আরিফ আলী জাগো নিউজকে বলেন, সংসারে চারজন সদস্য। প্রতিদিন দুই কেজি চালের প্রয়োজন হয়। সবজিসহ এখন যে হারে চালের দাম বৃদ্ধি পেয়েছে তাতে করে সংসার চালানো দায় হয়েছে।

মহিদুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, আমরা গরিব মানুষ। দিন এনে দিনে খাই। আমাদের রোজগার বাড়েনি কিন্তু ব্যয় বেড়েছে। কয়েকদিনের ব্যবধানে চালের দাম এমনভাবে বাড়ার কারণ বুঝতে পারছি না।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরেই চাল আমদানি বন্ধ রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে বন্দর দিয়ে মাত্র ৩৬ টন চাল এসেছে। চালের আমদানি শুল্ক বাড়ানোর ফলে আমদানি বন্ধ হয়ে যায়।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।