১৪ ঘণ্টা পর দিনাজপুরে যান চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২১ এপ্রিল ২০২২
ফাইল ছবি

১৪ ঘণ্টা পর দিনাজপুরে পরিবহন শ্রমিকদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে দিনাজপুরের সব রুটে যান চলাচল শুরু হয়েছে।

এর আগে এক পরিবহন শ্রমিককে মারধরের ঘটনায় বুধবার রাত ১টা থেকে দিনাজপুরের সব রুটে যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, যে সাতজন অ্যাম্বুলেন্সচালককে আটক করা হয়েছে তাদের জামিন দেওয়া হবে। শ্রমিক নেতাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের আটক করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে আমরা অবরোধ প্রত্যাহার করেছি।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে তারা অবরোধ তুলে নিবেন বলে জানিয়েছেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।