অভিভাবকরা ‘বিয়ে না দেওয়ায়’ আত্মহত্যার চেষ্টা প্রেমিক যুগলের
ফরিদপুরের নগরকান্দায় অভিভাবকরা বিয়েতে রাজি না হওয়ায় আত্মহতার চেষ্টা করেছে প্রেমিক যুগল। তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রেমিকার বাবা নগরকান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন।
শনিবার (২৩ এপ্রিল) থানায় এ অভিযোগ করা হয়। এর আগে সোমবার (১৮ এপ্রিল) ও মঙ্গলবার (১৯ এপ্রিল) আত্মহত্যার চেষ্টায় ওই যুগল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় ভ্যানচালক ওই কিশোরের (১৭) সঙ্গে মাদরাসাছাত্রীর (১৫) প্রেমের সম্পর্ক চলছিল। দুজনই বিয়ে করে ঘর বাধার স্বপ্ন দেখে। কিন্তু মেয়ের অভিভাবকরা রাজি না হওয়ায় সোমবার সন্ধ্যায় নিজ ঘরে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী।
বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
প্রেমিকার আত্মহত্যার খবর পেয়ে পরদিন সকালে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে কিশোর। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। বর্তমানে দুজনই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে মেয়েকে বিষপানে বাধ্য করানো হয়েছে দাবি কিশোরকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেছেন কিশোরীর বাবা।
কিশোরীর চাচি রোজিনা আক্তার বলেন, ‘ওই ছেলে মাঝে মধ্যে আমাদের মেয়েকে বিরক্ত করতো। ঘটনার দিন সন্ধ্যার পর সে আমাদের বাড়িতে আসে এবং আমাদের মেয়েকে বিয়ে করতে চায়। মেয়ের মা ও আমি তাকে বুঝিয়ে বলি যেন সে আর বিরক্ত না করে। এর মাঝে মেয়ে ঘরে গিয়ে বিষপান করে।’
মেয়ের বাবার ভাষ্য, ‘ছেলেটি আমার মেয়েকে প্রায়ই বিরক্ত করতো। আমি ওর অভিভাবকের কাছে নালিশ করেছিলাম। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার বাড়িতে এসে হুমকি-ধমকি দেয়। এই ভয়ে আমার মেয়ে বিষপান করে।’
নগরকান্দা থানার শহীদনগর ইউনিয়ন বিটের বিট কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, এ ঘটনায় মেয়ের বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাথমিক তদন্তে দুজনের প্রেমের সম্পর্ক ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এন কে বি নয়ন/এসআর/জেআইএম