পর্নোভিডিও বিক্রি করে কারাগারে ১০ দোকানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৬ এপ্রিল ২০২২
পর্নোভিডিও বিক্রির অপরাধে গ্রেফতাররা

বগুড়ার আদমদীঘিতে পর্নোভিডিও বিক্রির অপরাধে ১০ দোকানিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে সোমবার রাত ৮টার দিকে উপজেলার তিলকপুর রেলস্টেশন সংলগ্ন মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মাল্টিমিডিয়া ব্যবসার আড়ালে তরুণদের কাছে পর্নোভিডিও বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তিলকপুর রেলস্টেশন সংলগ্ন মার্কেটে অভিযান চালায় র‌্যাব-৫। এ সময় কম্পিউটারে পর্নোভিডিও রাখা এবং বিক্রির অপরাধে ১০ দোকানিকে গ্রেফতার করে র‌্যাব। একইসঙ্গে কম্পিউটার জব্দ করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জাগো নিউজকে বলেন,পর্নোভিডিও বিক্রির অপরাধে ১০ দোকানিকে গ্রেফতারের পর থানায় সোপর্দ করে র‌্যাব। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।