নার্সারির আড়ালে গাঁজা চাষ, মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৭ এপ্রিল ২০২২

বগুড়ার শেরপুরে একটি নার্সারিতে অভিযান চালিয়ে ছোট-বড় ২৩টি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নার্সারির মালিক জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, নার্সারির আড়ালে গাঁজা চাষ করছিলেন জামাল উদ্দিন।

স্থানীয় ও পুলিশ জানায়, বেশ কিছুদিন আগে বাগড়া কলোনি গ্রামের বসতবাড়ির উঠানে ২০ শতক জমিতে একটি নার্সারি গড়ে তোলেন জামাল উদ্দিন।সেখানে রকমারি ফলদ ও বনজ গাছের চারা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা ছিল, ভালো ফলনের আশায় ওই ব্যক্তি নার্সারি পরিচর্যা করেন। তবে কিছু গাছ নিয়ে সন্দেহ ছিল স্থানীয়দের। পরে অভিযানে গিয়ে এগুলো গাঁজা গাছ বলে নিশ্চিত হয় পুলিশ।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, আটক জামাল উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।