করোনায় ২৩ হাজার কোটি টাকা লুট করেছে আ’লীগ: রিজভী
করোনায় রাষ্ট্র থেকে আওয়ামী লীগ সরকার ২৩ হাজার কোটি লুট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তাঁত শিল্পকে ধ্বংস করেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন দাম বাড়িয়েছে।
বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীমের পক্ষ থেকে বুধবার (২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ-৫ আসনে ২৫০০ দুস্থ পরিবারে ঈদবস্ত্র বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
র্যাবের নিষেধাজ্ঞার প্রসঙ্গে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। তাই র্যাবের ওপর নিষেধাজ্ঞা ছাড়াতে ভারতের কাছে সহায়তা চাচ্ছে।
তিনি আরও বলেন, এ দেশে কোনো গণতন্ত্র নাই, দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। এ সরকারের দিন শেষ হয়ে এসেছে, আমরা আন্দোলনের মাধ্যমে খুব দ্রুতই এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো।
এ সময় বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনী আমিনের সঞ্চালনায় বেলকুচি উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসজে/এএসএম