ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে সিরাজগঞ্জের মহাসড়কে ৫৭২ পুলিশ মোতায়েন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৮ এপ্রিল ২০২২
ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে মহাসড়কে কাজ করছে পুলিশ

ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি এড়াতে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকে সিরাজগঞ্জ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত ৫৭২ পুলিশ মোতায়েন করা হয়েছে।

বঙ্গবন্ধু পশ্চিমপাড় থেকে চান্দাইকোনা এলাকা পর্যন্ত ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় আজ সড়কে যানবাহনের চাপ একটু বেশি। বিশেষ করে বাস ও প্রাইভেটকার চলাচল করছে বেশি। তবে কোথাও যানবাহনের দীর্ঘ সারি লক্ষ করা যায়নি। যানজট এড়াতে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা রয়েছেন।

ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে সিরাজগঞ্জের মহাসড়কে ৫৭২ পুলিশ মোতায়েন

ঢাকা থেকে আসা হামিম পরিবহনের যাত্রী নাবিন হাসান বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি ফিরছি। অন্য বছরের চেয়ে এবছর একটু বেশি ভালো লাগছে। আসতে দেখলাম সড়কের অনেক পুলিশ ডিউটি করছে। অতিরিক্ত পুলিশ থাকায় যানবাহন চালকরা সড়কে সুশৃঙ্খলভাবে চলাচল করছে। এভাবেই যদি চালক শৃঙ্খলভাবে সড়ক আইন মেনে গাড়ি চালায় তবে রাস্তায় যতই চাপ থাকুক না কেন যানজটের সম্ভাবনা কম থাকবে।’

এস আই পরিবহনের নাফিজ সরাফাত বলেন, ‘সেতু পশ্চিম পাড় গোল চত্বর থেকে শুরু করে সড়কের বিভিন্ন পয়েন্ট পুলিশকে দেখলাম। পুলিশ থাকায় সড়কের শৃঙ্খলা ফিরে এসেছে। সব ধরনের যানবাহন সুন্দরভাবে চলাচল করছে। এভাবে যদি যানবাহন চলাফেরা করে তবে ঈদের সময় যে যাত্রীদের যানজটের ভোগান্তি পোহাতে হয় তা অনেকাংশে কম থাকবে।’

ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে সিরাজগঞ্জের মহাসড়কে ৫৭২ পুলিশ মোতায়েন

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খাঁন জাগো নিউজকে বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি নিরসনের জন্য আজ সকাল থেকে মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে শুরু করে চান্দাইকোনা পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের এ অংশে পুলিশ পালাক্রমে ডিউটি পালন করবে। এছাড়া আমাদের ট্রাফিক পুলিশ ভ্রাম্যমাণ দায়িত্ব পালন করবে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম জাগো নিউজকে বলেন, মহাসড়কে যানজট ও যাত্রীদের ভোগান্তি নিরসনে করতে আজ থেকে মহাসড়কে জেলা পুলিশে ৫৭২ জন সদস্য ৮ ঘণ্টা করে পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে। এ ডিউটি ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলমান থাকবে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।